Khoborerchokh logo

গাজীপুরে ডিবি পরিচয়ে ১৫ গরু ছিনতাই,প্রতারকচক্রের দুই সদস্য গ্রেফতার 333 0

Khoborerchokh logo

গাজীপুরে ডিবি পরিচয়ে ১৫ গরু ছিনতাই,প্রতারকচক্রের দুই সদস্য গ্রেফতার

 গাজীপুরে ছিনতাই হওয়া ১৫টি গরু ও দুটি মহিষসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ মে)২০২১ইং দুপুরে এস. এম শফিউল্লাহ ,পুলিশ সুপার  সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।গ্রেফতারকৃত দুই প্রতারক ১. আবুল কাশেম (৪৩) ও ২.মনির হোসেন (২৫)। ১ নং প্রতারক  আবুল কাশেম রাজধানীর তুরাগ থানার অর্ন্তগত দিয়াবাড়ি এলাকার একটি খামারের মালিক।
পুলিশ সুপার,গাজীপুর জানান, গত সোমবার মো. রিমন হোসেন নামের এক ব্যবসায়ী ১৫ টি গরু ও দুটি মহিষ বোঝাই ট্রাক নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ফ্লাইওভারের কাছে আসলে একটি গরু অসুস্থ হয়ে পড়ে। ওই স্থানে ট্রাকটি থামালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে ব্যবসায়ী-চালক ও হেলপারকে জিম্মি করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয় ছিনতাইকারীরা। তাদের মধ্য থেকে একজন গরুসহ ট্রাকটি  চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে গরু ব্যবসায়ীদের হাত-পা বেঁধে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ফেলে রেখে যায় প্রতারকরা ।
খবর পেয়ে গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেনের নেতৃত্বে একটি টিম প্রযুক্তি ব্যবহার করে তুরাগ থানার দিয়াবাড়ি এলাকার জনৈক আবুল কাশেমের খামার থেকে ১৫টি গরু ও দুইটি মহিষ উদ্ধার করেন। এ সময় ওই ফার্মের মালিক মো. আবুল কাশেম ও মনির হোসেন নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ।মঙ্গলবার (২৫ মে) আসামিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী শেখ, মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মামুন ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com